আজ, মঙ্গলবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। এদিন কাঁকসা থানার পক্ষ থেকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পুলিশ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ, কাঁকসা ব্লকের বিডিও সুদীপ্ত ভট্টাচার্য, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি সুদীপ রায়, পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর বিএমওএইচ ও স্বাস্থ্য কর্মীরা এবং পানাগড় ফায়ার সার্ভিসের আধিকারিকরা সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি যারা করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাঁদেরকেও সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি এদিন পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বৃক্ষরোপণ করে সকলকে পরিবেশের ভারসাম্য বজায় রাখার আবেদন জানান পুলিশ কর্মীরা।

মঙ্গলবার পুলিশ দিবস উপলক্ষ্যে কাঁকসা থানার ৮ জন সিভিক ভলান্টিয়ার ও ২ জন ভিলেজ পুলিশকে সম্বর্ধনা জানালেন কাঁকসা ত্রিলোকচন্দ্রপুর উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা। এদিন কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তাঁদের সম্বর্ধনা দেন স্বাস্থ্য কর্মীরা ও কাঁকসা ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের উপ প্রধান শেখ জুলফিকার। স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন, ওই সিভিক ভলান্টিয়াররা এবং ভিলেজ পুলিশকর্মীরা করোনা আবহে ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলে করোনা ভয়কে দূরে সরিয়ে নিত্যদিন যে ভাবে প্রতিদিন কাজ করে চলেছেন তাতে তাঁদের উৎসাহিত করতেই এদিন তাঁদের সম্বর্ধনা দেওয়া হয়।


Like Us On Facebook