বেআইনি দখলদার উচ্ছেদ শুরু হতেই দুর্গাপুরে শাসক দলের দলীয় কর্মীরা একজোট হয়ে পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামল। সোমবার সিটি সেন্টারে তৃণমূল কংগ্রেস সমর্থিত উচ্ছেদ হওয়া হকার্স ইউনিয়নের কর্মীরা পূনর্বাসনের দাবিতে মিছিল করে এডিডিএর সামনে বিক্ষোভ দেখায়। জানা গেছে, দুর্গাপুর পৌরসভা নির্বাচনের আগে প্রায় পাঁচশ’র অধিক হকারকে উচ্ছেদ করে দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। ফের নভেম্বর থেকে শুরু হচ্ছে দখলদার উচ্ছেদ। পূর্বের উচ্ছেদ হওয়া হকার্স ইউনিয়নের কর্মীরা তাই পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় বলে দাবি জানিয়ে শাসকদলের প্রশাসনিক কর্তাদের সোমবার হুমকি দিতেই বিক্ষোভ মিছিল বের করে বলে দলীয় সূত্রে জানা গেছে। এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, জমির অভাবে বিভিন্ন প্রকল্প আটকে রয়েছে তাই উচ্ছেদ অভিযান হচ্ছে এবং হবে। বেআইনি দখল নয় প্রয়োজনে স্টল নিয়ে ব‍্যবসা করতে হবে দখলদারদের।

Like Us On Facebook