দুর্গাপুরের এক সিপিএম নেতার ছেলের বিরুদ্ধে যুবতীকে উত্যক্ত করার অভিযোগ থানায় জমা পড়ল। স্থানীয় মানুষ ওই সিপিএম নেতার ছেলেকে গ্রেপ্তারের দাবিতে নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বৃহস্পতিবার। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের বি-জোন ভারতীর স্থানীয় সিপিএম নেতা ভজন চক্রবর্তীর ছেলে অর্ণব চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ স্থানীয় এক মহিলা মঞ্জু সিনহা ও তাঁর মেয়েকে অর্ণব মোবাইলে সোমবার থেকে অবিরাম অশালীন কথাবার্তা বলে উত্যক্ত করছে। একই সঙ্গে এই বিষয়টি জানাজানি হলে অর্ণব দেখে নেবার হুমকিও দেয় বলে অভিযোগ মঞ্জু দেবীর। অর্ণবের বাবা এক জন প্রভাবশালী সিপিএম নেতা বলেও কেউ কিছু করতে পারবে না বলেও হুমকি দেয় অর্ণব বলে অভিযোগ মঞ্জু দেবীর। বৃহস্পতিবার ভীত সন্ত্রস্ত মঞ্জুদেবী বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে সিপিএম নেতার ছেলে অর্ণবের মোবাইল নম্বর বলে জানতে পেরে দুর্গাপুরের বি-জোন ফাঁড়িতে অর্ণবের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই খবর চাউর হতেই এলাকার স্থানীয় বাসিন্দারা সিপিএম নেতা ভজন চক্রবর্তীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। একই সঙ্গে বি-জোন ফাঁড়ির সামনে সকলেই জড়ো হয়। সিপিএম নেতা ভজন চক্রবর্তী তাঁর ছেলের বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার এলাকায় সম্মানহানি করতে এটা শাসক দলেরএকটা রাজনৈতিক চক্রান্ত। আসল রহস্য উদ্ঘাটন করতে প্রশাসনকে এর নিরপেক্ষ তদন্তের দাবি জানান ভজনবাবু।

Like Us On Facebook