আসন্ন পৌর নির্বাচনের দিনক্ষণ সংক্রান্ত প্রেস নোট প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের এক প্রেস নোটে জানানো হয়েছে আগামী ১৩ আগস্ট রাজ্যের ৬টি পৌরসভা ও ১টি নোটিফায়েড এরিয়া অথরিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জন্য ১৭ জুলাই রাজ্য সরকার ভোটের বিজ্ঞপ্তি জারি করবে। যে সকল পৌরসভা ও নোটিফায়েড এলাকার জন্য আজ ভোটের দিনক্ষণ প্রকাশ করল নিবার্চন কমিশন সেগুলির মধ্যে ৬টি পৌরসভা হল ধুপগুড়ি, বুনিয়াদপুর, পাঁশকুড়া, হলদিয়া, দুর্গাপুর ও নলহাটি এবং ১টি নোটিফায়েড এরিয়া অথরিটি হল রানাঘাট কূপার্স ক্যাম্প। তাছাড়া চাঁপাদানি পুরসভার ১২ নং ও ঝাড়গ্রাম পুরসভার ৭ নং ওয়ার্ডেও একই দিনে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই থেকে প্রার্থীরা মনোনয়ন পত্র তুলতে পারবেন মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখ ২৪ জুলাই। ২৫ জুলাই স্ক্রুটিনি হবে। নাম প্রত্যাহারের শেষ দিন ২৭ জুলাই। নির্বাচনের ভোট গ্রহণ হবে ১৩ আগস্ট। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রয়োজনে পুর্ননির্বাচন হবে ১৬ আগস্ট ও ১৭ আগস্ট ভোট গণনা করা হবে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন পর্ব চলবে। ২১ আগস্টের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানান হয়েছে প্রেস নোটের মাধ্যমে।

Like Us On Facebook