প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৪৯ টি জনসভায় হনুমান সেজে উপস্থিত হয়ে রেকর্ড করে ফেলেছেন বলে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে দাঁড়িয়ে দাবি করলেন বিহারের বেগুসরাই জেলার পানহাসের বাসিন্দা শ্রবণ শাহ।

শ্রবণ শাহ শনিবার সকালেই চলে আসেন দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে। তারপর সর্বাঙ্গে রং মেখে হনুমানের সাজে সেজে মাথায় থার্মকলের বিজেপির পদ্মফুলের প্রতীক নিয়ে এসপিজির কড়া বেষ্টনী ভেদ করে গোটা মাঠ প্রদক্ষিণ করে বেড়ালেন। কখনও বিজেপি যুব কর্মীদের সঙ্গে সেলফিতে পোজ আবার কখনও বিজেপির মহিলা মোর্চার কর্মীদের সঙ্গে পোজ দেন হাসি মুখে। শ্রবণ শাহকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি বিহারের পানহাসের একজন বাসিন্দা। পেশায় ল’ক্লার্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমি একজন ভক্ত। তাই প্রভু মোদী যেখানে যেখানে জনসভা করেন আমি ভক্ত হিসেবে সেখানেই হনুমান সেজে বিজেপি কর্মীদের উৎসাহ দিতে মাঠ প্রদক্ষিণ করি।


Like Us On Facebook