.

প্রধানমন্ত্রীর জনসভা শেষ হতেই ভাঙা সভায় নেহেরু স্টেডিয়ামের মাঠ কার্যত হরিসভার আসরে পরিণত হল। খোল-করতাল সহ একদল ধর্মপ্রাণ মানুষের নাম সংকীর্তনের সঙ্গে তালে তাল মিলিয়ে বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও হরি বোল ধ্বনি তুলে নাম সংকীর্তনের তালে নাচতে শুরু করে দেন। এই দেখে মাঠের বাঁশের বেড়া টপকে উচ্ছ্বসিত উপস্থিত সকলেই নেহেরু স্টেডিয়ামের মাঠেই সংকীর্তনের ও খোল-করতালের তালে তালে নাচতে শুরু করে দেন। প্রধানমন্ত্রীর ভাঙা জনসভা কার্যত হরিসভার চেহারা নেয়।


Like Us On Facebook