স্কুলের বকেয়া ফি সময় মতো জমা না দেওয়ায় স্কুলের কিছু পড়ুয়াকে মাধ্যমিকের রেজিস্ট্রেশন করতে দেওয়া হয়নি। উল্টে স্কুল থেকে পড়ুয়াদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ অভিভাবকদের। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, বার বার বলা সত্ত্বেও অভিভাবকরা স্কুলের ফি জমা করছেন না। বহু সময় দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আজ কেবলমাত্র পড়ুয়াদের বলা হয়েছে কবে স্কুল ফি জমা দেবে তা লিখিত দিতে। এরপরেই অভিভাবকরা পড়ুয়াদের সঙ্গে নিয়ে স্কুলের গেটের সামনে বসে পড়েন।
ঘটনাকে ঘিরে দুই পক্ষই পরস্পরবিরোধী বক্তব্য রাখেন। শুক্রবার দুর্গাপুরের এমএএমসির মর্ডান হাইস্কুলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। বকেয়া ফি নিয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে টানাপড়েনে শুক্রবার প্রবল উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। দু’পক্ষের সঙ্গে কথা বলে। জানা গেছে, অভিভাবক ও পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ হলেও শেষমেশ স্কুল কর্তৃপক্ষের অনড় মনভাবের কারণে উদ্ভূত পরিস্থিতির কোন সমাধান সূত্র বের হয়নি।