দুর্গাপুর হেমশীলা মডেল স্কুলের গেটের সামনে শুক্রবার অভিভাবকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অভিভাবকদের অভিযোগ স্কুলের গেটে শান্তিপূর্ণভাবে বিক্ষোভে পুলিশ যে ভাবে আভিভাবকদের উপর চড়াও হল এটা স্কুলের বেনিয়ম ঢাকা দিতে এবং অভিভাবকদের আন্দোলন বন্ধ করতে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের গোপন বোঝাপড়ার ফল ছাড়া কিছু নয়। অভিভাবকদের অভিযোগ দুই মাস আগের ত্রিপাক্ষিক বৈঠকে দুর্গাপুরের মহকুমাশাসকের নির্দেশ অমান্য করে যে ভাবে হেমশীলা মডেল স্কুল কর্তৃপক্ষ বাড়তি ফি নিচ্ছে তারই প্রতিবাদ করতে গিয়ে অভিভাবকদের শুক্রবার পুলিশে লাঠি খেতে হল এবং পুলিশ টেনে হিঁচড়ে অপরাধীর মত অভিভাবকদের থানায় নিয়ে গিয়ে ৪ জনকে আটক করল। এটা দুর্গাপুরের সকল অভিভাবকের কাছে খুবই আতঙ্কের বিষয়।
যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব ) অভিষেক মোদী পুলিশের লাঠিচার্জ সহ অভিভাবকদের হেনস্থার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। স্কুলে ফি বৃদ্ধি নিয়ে দুই মাস আগে হেমশীলা মডেল স্কুলে অভিভাবকদের বিক্ষোভ হয়, প্রতিবাদে রাস্তা অবরোধও করে অভিভাবকরা। বেশ কিছুদিন স্কুলে অচলবস্থা চলার পর দুর্গাপুর মহকুমাশাসকের হস্তক্ষেপে অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে সমাধান সূত্র বের হয়। অভিভাবকদের আভিযোগ সেই ত্রিপক্ষিক বৈঠকে মহকুমাশাসকের নির্দেশ অমান্য করে ফের বিভিন্ন খাতে হেমশীলা স্কুল কর্তৃপক্ষ নাকি বাড়তি ফি নিচ্ছে অভিভাবকদের কাছ থেকে বলে অভিযোগ। এর প্রতিবাদেই শুক্রবার অভিভাবকরা স্কুলের গেটে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের বিক্ষোভের আঁচ বুঝে আগেই পুলিশে খবর দেয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক মোদীর নেতৃত্বে কমব্যাট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী স্কুলের গেটে মোতায়েন করা হয়। বিক্ষোভরত অভিভাবকরা শ্লোগান দিতে দিতে স্কুলের প্রিন্সিপ্যালের সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ আচমকাই অভিভাবকদের উপর চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনায় অন্যান্য আভিভাবকরা সোজা দুর্গাপুর মহকুমাশাসকের সঙ্গেও সাক্ষাৎ করে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে নালিশ জানান। এই খবর ছড়িয়ে পড়তেই দুর্গাপুর জুড়ে চাঞ্চল্য ছড়ায়। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিভাবকদের শান্তিপূর্ণ বিক্ষোভে এই ভাবে পুলিশের চড়াও হওয়ার ঘটনায় শিল্পাঞ্চলের আভিভাবকরা সরব হন। অভিভাবকরা বলেন, স্কুল কর্তৃপক্ষ মহকুমা প্রশাসনের ত্রিপক্ষিক বৈঠকের রফা সূত্র না মানলে আগামীদিন পুলিশ দিয়ে স্কুল কর্তৃপক্ষ আর আটকাতে পারবে না। হেমশীলা স্কুলের বেনিয়ম আটকাতে আভিভাবকরা ফের বৃহত্তর আন্দোলনের পথেই পা বাড়াবেন।