আসন্ন দুর্গাপুজোয় পুজো উদ্যোক্তাদের ক্ষেত্রে পুজো প্যাণ্ডেলে চাইল্ড ফ্রেণ্ডস কর্ণার তৈরিকে বাধ্যতামূলক করা হচ্ছে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শিশু সুরক্ষা সংক্রান্ত রিভিউ মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)রত্নেশ্বর রায়, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রবীর কুমার চট্টোপাধ্যায়, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ড. দেবাশীষ নাগ, জেলা শিশু সুরক্ষা প্রকল্পের আধিকারিক সুদেষ্ণা মুখার্জ্জী, জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক অনুপম দত্ত সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিক ও পুলিশ কর্তারা। এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুজো উদ্যোক্তাদের পুজোর অনুমোদন দেওয়ার ক্ষেত্রে এই চাইল্ড ফ্রেণ্ডস কর্ণারকে বাধ্যতামূলক করতে হবে। তা নাহলে তাঁদের পুজোর অনুমতি দেওয়া হবে না। এছাড়াও ওই সমস্ত কর্ণারে শিশুদের উপযোগী পরিবেশও তৈরি করতে হবে।

উল্লেখ্য, গত কয়েকবছর ধরেই জেলার পুজো উদ্যোক্তারা শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা চালু করেছেন। এরই পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকেও পুজোর সময় ভিড়ের চাপে শিশুদের হারিয়ে যাওয়া ঠেকাতে শিশুদের পরিচয়পত্রও চালু করা হয়। আর এবার স্পষ্ট নির্দেশ জারী করা হচ্ছে পুজো প্যাণ্ডেলে শিশুদের জন্য ফ্রেণ্ডস কর্ণার। যাতে শিশুরা কোনো কারণে হারিয়ে গেলে বা অভিভাবকদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ওই কর্ণারে তারা আশ্রয় পায়। আর সেই আশ্রয়স্থলকে এমনভাবে তৈরি করতে হবে যাতে শিশুরা ভয় না পায় বা সাময়িক অভিভাবকদের থেকে বিচ্ছিন্ন হওয়ার দুঃখ বুঝতে না পারে।

Like Us On Facebook