বছরের শেষ দিন দুর্গাপুর স্টেশনে ভবঘুরে, অসহায় মানুষজনের কাছে সান্তা সেজে হাজির হলেন দুর্গাপুর রেল স্টেশনে কর্মরত জিআরপির কর্মীরা। কেক কেটে বা দামী কোনো উপহারের ডালি নিয়ে নয়, না খেতে পাওয়া অসহায় মানুষজনদের কাছে সান্তাবেশী জিআরপি কর্মীদের উপহারের ডালিতে ছিল পরনের বস্ত্র, লুচি, ডাল, তরকারি সাথে ডিম। ক্ষুধার্ত এবং অসহায় মানুষজনদের কাছে বছরের শেষ বেলায় এটাই ছিল দামী উপহার।
রতন, লাজমনির মতো ছোট্ট শিশুদের মুখে ছিল যেন আজ এক পরম তৃপ্তির হাসি। পেট পুরে খেতে পাওয়াটাই এদের কাছে আজ এক বড় উপহার। দুর্গাপুর জিআরপির আধিকারিক রফিকুল ইসলাম জানালেন, প্রায় ২০০ জন অসহায় মানুষ আর শিশুকে আমরা নতুন বস্ত্র থেকে শীত বস্ত্র তুলে দিলাম। সাথে খাবারও। নিজেদের কর্মীরাই সান্তা সেজে বাড়তি উৎসাহ জোগালো এই অসহায় মানুষদের, হাসি ফুটলো শিশুদের মুখে আর এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারেনা। সান্তা সাজা জিআরপি কর্মী অনুপ বাগদি বললেন, ‘কর্মজীবনে এটাই বড় পাওয়া।’ দুর্গাপুর জিআরপির সামাজিক দায়বদ্ধতা পালনের অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও।