কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক প্রকল্পগুলি নিয়ে শুক্রবার এক সচেতনতা শিবির হল দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্কের ইন্ডিয়ানা হলে। জনধন যোজনা, কৌশল বিকাশ, সুরক্ষা, উজ্জ্বলা গ্যাস যোজনা, জীবন জ্যোতির মত কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক যোজনা গুলি এদিন তুলে ধরেন কেন্দ্র সরকারের সুশাসন নিয়ে সচেতনতা শিবিরের মাধ্যমে। এই শিবিরে বক্তব্য রাখেন রাজ্য আহ্বায়ক ও বিজেপি নেতা রণজিৎ মজুমদার। বিজেপির রাজ্য সম্পাদক সুভাষ সরকারও এদিন কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক যোজনা গুলি নিয়ে বক্তব্য রাখেন।
Like Us On Facebook