৯০০০ বছরের পুরানো মায়া সভ্যতার নিদর্শন হুবহু মণ্ডপ সজ্জায় তুলে ধরল দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ সর্বজনীন দুর্গাপুজো কমিটি। পাথরের খোদাই করা স্বর্গ সিঁড়ি থেকে বিভিন্ন মূর্তি সবই নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে। কলকাতার গভর্ণমেন্ট আর্ট কলেজের প্রাক্তনী সুব্রত চঞ্চল দে অক্লান্ত পরিশ্রম করে প্লাইউড, থার্মোকল, রঙ, তুলির টানে মায়া সভ্যতার নিদর্শন মণ্ডপে তুলে ধরেছেন। মণ্ডপের সঙ্গে সাযুজ্য রেখে আলোকসজ্জা ও দুর্গাপুরের মৃৎশিল্পী অরুণ পাল প্রতিমা তৈরি করছেন। ক্ষণিকের জন্য দর্শক সাধারণ মণ্ডপে দুর্গা দর্শন করতে গিয়ে ৯০০০ বছর পূর্বের মায়া সভ্যতার প্রবেশ দ্বারে থমকে যাবেন বলে দাবি শিল্পীর। দর্শকদের সুবিধার্থে গোটা মণ্ডপে বাতানুকুল পরিবেশ থাকছে। পুজোর চারদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নিপবীথি, সোমলতা, শুভশ্রী ও উষা উথুপ-এর মত শিল্পীরা আসর মাতাবেন। এবারের পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা জানান পুজো কমিটির সম্পাদক নীলাঞ্জন রায়চৌধুরী।
২০১৬ সালে চতুরঙ্গ’র পুজো