দুর্গাপুরের ডিপিএল লেবারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হল শনিবার। জানা গেছে, মৃত কিশোরীর নাম প্রীতি হাঁসদা(১২)। বাবার নাম তুফান হাঁসদা। ডিপিএলের লেবার হাটের আদিবাসী পাড়ার বাসিন্দা। বাবা মায়ের অনুপস্থিতিতে প্রীতি টিভির সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রীতির বাড়ির লোকজন বাড়িতে ফিরে প্রীতিকে মৃত অবস্থায় দেখে। এরপর বাড়ির লোকজন টিভির সুইচ অন করতে গিয়ে প্রীতির মৃত্যুর কারণ সেই বিষয়টি বুঝতে পেরে কোকওভেন থানায় খবর দেয় বলে জানা গেছে। পুলিশ মৃতদেহটি দুর্গাপুর মহকুমা হাসপতালে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রীতির এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা লেবারহাটের আদিবাসী পাড়া।
Like Us On Facebook