শনিবার সন্ধ্যার কয়েক ঘন্টার বৃষ্টির জলে ভাসল দুর্গাপুরের বিভিন্ন এলাকা। দুর্গাপুরের নীচু এলাকা গুলি বিশেষ করে দুর্গাপুরের ফুলঝোড়, স্টল পার্ক-এর বিভিন্ন এলাকা, দামোদর ব্যারেজ সংলগ্ন বিভিন্ন এলাকা। এছাড়াও বেনাচিতির বিদ্যাসাগর পল্লী, সারদা পল্লী ও শ্রীনগর পল্লীর বেশ কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে। মেনগেটের বেশ কিছু এলাকাও বৃষ্টির জলে প্লাবিত হয়, প্রবল বৃষ্টির জলে গৃহস্থের বাড়িতে নিকাশি নালার নোংরা জল ঢুকে যায়।
দুর্গাপুর পৌর নির্বাচনের পূর্বে বর্ষার শুরুতেই একাধিকবার দুর্গাপুরের বিভিন্ন এলাকা বৃষ্টিতে জলমগ্ন হওয়ায় শাসকদল বেশ অশস্তিতে পড়েছে। বিভিন্ন ওয়ার্ডে শাসক দলের প্রার্থীরা বৃষ্টির জলে ভেসে যাওয়া এলাকায় গিয়ে বাসিন্দাদের খোঁজ খবর নিতে গেলে বাসিন্দাদের অস্বস্তিকর প্রশ্নের সন্মুখীন হতে হয়। বিরোধী শিবির শাসক দলের ভোট ভাঙতে প্লাবিত এলাকা গুলিই টার্গেট করছে। শনিবার সন্ধ্যার লাগাতার বৃষ্টিতে দুর্গাপুরের ৩৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাসিন্দাদের বাড়িতে নিকাশি নালার নোংরা জল ঢুকে যায়। ৩৬ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী শ্যামা পদ ঘোষ মানুষের মন জয় করতে বাসিন্দাদের কাছে গিয়ে খোঁজ খবর নেন। এলাকার বাসিন্দারাও শাসক দলের বিরুদ্ধে গত পাঁচ বছরের এলাকায় কাজ না হওয়ার ক্ষোভ উগরে দেন।