ছবি: সেনাবাহিনীর সৌজন্যে

.

ভারত-পাকিস্তান সংঘাতের আবহেই পানাগড় সেনা ছাউনি পরিদর্শনে এলেন ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। বুধবার কম্যান্ডার মনোজ মুকুন্দ নারাভানেকে পানাগড় সেনা ছাউনিতে অভ্যর্থনা জানান ব্রহ্মাস্ত্র কর্পসের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল পিএন রাও। দেশের প্রথম ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ ব্রহ্মাস্ত্র কর্পসের সদর দফতর গড়ে উঠেছে পানাগড়ে। জানা গেছে, খুব শীঘ্রই রাঁচি থেকে ব্রহ্মাস্ত্র কর্পসকে পানাগড়ে স্থানান্তর করা হবে। এদিন ভারতীয় সেনার ইস্টার্ণ কম্যান্ডার বর্তমানে উদ্ভুত পরিস্থিতিতে বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখেন। তিনি এদিন বাহিনীর উদ্দেশ্যে বলেন, যেকোন পরিস্থিতির জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে।

ছবি: সেনাবাহিনীর সৌজন্যে
Like Us On Facebook