কলকাতার মাদার্স ওয়াক্স মিউজিয়ামে বসছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র হটসিটের আদলে আসানসোলের শিল্পীর তৈরি অমিতাভ বচ্চনের মোমের মূর্তি। মূর্তিটি তৈরি করেছেন আসানসোলের মহিশীলা কলোনীর শিল্পী ইণ্ডিয়ান আর্ট কলেজ থেকে মডেলিং অ্যান্ড স্কাল্পচারে ডিগ্রী নেওয়া সুশান্ত রায়। জানা গেছে, এটি তাঁর তৈরি ৬৫তম মোমের মূর্তি। মাদার্স ওয়াক্স মিউজিয়াম ছাড়াও দেশের বিভিন্ন ওয়াক্স মিউজিয়ামের জন্য বহু মূর্তি বানিয়েছেন সুশান্তবাবু।

কলকাতার নিউটাউনের ইকো পার্কের ঠিক উল্টো দিকে ২০১৪ সালে গড়ে উঠেছে কলকাতার নিজস্ব মাদামতুসো – মাদার্স ওয়াক্স মিউজিয়াম। যেখানে থিম্যাটিক আবহে দেখা মিলবে এপিজে আব্দুল কালাম, বিআর আম্বেডকর, নেতাজি সুভাষ চন্দ্র বসু, মহত্মা গান্ধী, মাদার টেরিজা, রামকৃষ্ণদেব, পন্ডিত রবিশঙ্কর, হেমন্ত মুখার্জী, মাইকেল জ্যাকসন, মান্না দে, কপিলদেব, সৌরভ গাঙ্গুলী, বিরাট কোহলি, সচীন তেন্ডুলকর, লিয়োনেল মেসি, মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সলমন খান, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, ব্রুস উইলস, নিকোল কিডম্যান সহ বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্বের মোমের মূর্তি। এবার মাদার্স ওয়াক্স মিউজিয়ামের গ্যালারিতে স্থান পাচ্ছে কেবিসি’র হটসিটের আদলে তৈরি অমিতাভ বচ্চনের মোমের মূর্তি। এইসব মূর্তির সবই প্রায় সুশান্তবাবুর হাতে তৈরি।

সুশান্তবাবু জানিয়েছেন, কেবিসি’র হটসিটের আদলে অমিতাভ বচ্চনের আরও একটি মূর্তি তিনি পাঠাচ্ছেন রাজস্থানের মাউন্ট আবুর ওয়াক্স মিউজিয়ামে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মায়ের মূর্তি ছাড়াও এপিজে আব্দুল কালাম সহ বিভিন্ন মোমের মূর্তি তিনি তৈরি করেছেন। শিল্পী জানিয়েছেন, প্রায় ২৬ কেজি মোম ব্যবহার করে দু’মাস সময়ে অমিতাভ বচ্চনের এই মূর্তিটি তিনি তৈরি করেছেন।

মাদার্স ওয়াক্স মিউজিয়াম, কলকাতা। ছবি: সংগৃহীত

কেবিসি’র হটসিটে অমিতাভ বচ্চনের সঙ্গে শিল্পী সুশান্ত রায়

Like Us On Facebook