গুরু নানকের জন্ম দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও রবিবার সকালে পানাগড় বাজারে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পানাগড় বাজারের সমস্ত ধর্মের মানুষেরা যোগ দেন। আগামী ৮ তারিখে জন্ম দিবস পালন করা হবে তার আগে প্রতিবছরের মত আজকের দিনে রবিবার এই শোভাযাত্রা বার করা হয়। এমনটাই জানিয়েছেন পানাগড় গুরুদোয়ারা কমিটির উপপ্রধান বলদীপ সিং। তিনি জানিয়েছেন, শোভাযাত্রা শেষ করার পর সকল ধর্মের মানুষের জন্য লঙ্গর খোলা হবে। পাশাপাশি আজ থেকে আগামী কয়েক দিন নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গুরুদোয়ারায়। এদিন শোভাযাত্রায় যোগ দেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সংঘমিতা চৌধুরী সহ বিশিষ্ট জনেরা।

Like Us On Facebook