পরিবারকে পয়সার লোভ দেখিয়ে চার আদিবাসী নাবালককে ভিন রাজ্যে পাচারের চেষ্টার অভিযোগে বর্ধমানে গ্রেফতার ২। বর্ধমানের চৌধুরী বাজার থেকে পুলিশ উদ্ধার করে চার নাবালককে। চারজনেরই বাড়ি ভাতাড়ার বেলেন্ডা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাতাড়ের বেলেন্ডা গ্রামের চার আদিবাসী পরিবারকে ভুল বুঝিয়ে তাঁদের ছেলেদের সোনার কারিগর হিসেবে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসে টাকার বিনিময়ে ওই নাবালকদের তামিলনাড়ুতে পাচারের মতলব আঁটে পাচারকারীরা। সেই মতো ধৃত ছোটেলাল মারান্ডি ও লক্ষী মারান্ডি নাবালকদের নিয়ে বর্ধমানে আসে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের মারফত খবর পেয়ে বর্ধমান স্টেশন সংলগ্ন চৌধুরী বাজার থেকে নাবালকদের উদ্ধার করে। যদিও মাখন সেখ নামে আর এক পাচারকারী ধরা পড়েনি। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হবে বলে জানা গেছে।

Like Us On Facebook