সকাল থেকেই দুর্গাপুরের ভিড়িঙ্গী কালী মন্দিরে প্রস্তুতি চলছিল পুরোদমে। ইতি উতি ভিড়ও জমছিল টিনএজারদের। ভিড় সামলাতে পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। হঠাৎ করেই নবদম্পতির ভিড়িঙ্গী কালী মন্দির দর্শনের কর্মসূচি বাতিল হয়ে যাওয়ার খবর চাউর হতেই হতাশ হয়ে ফিরতে হয় হাই প্রোফাইল নবদম্পতি বাংলা চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর ফ্যানদের।
গত কয়েকদিন ধরেই রাজ-শুভশ্রীর বিয়ে ও বিয়ের রিসেপশনের খবর চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। শুক্রবার সকালে শুভশ্রীর বাড়িতে অষ্টমঙ্গলা ও রাতে রিসেপশন হয়। শনিবার শুভশ্রীর পারিবারিক রীতি মেনে সকালে শুভশ্রী ও রাজ চক্রবর্তীর ভিড়িঙ্গী কালী মন্দিরে ভিড়িঙ্গী মাকে দর্শন করার কথা ছিল বলে জানা গেছে। তাই মন্দির কর্তৃপক্ষ হাইপ্রোফাইল নবদম্পতির নিরাপত্তার কথা ভেবে মন্দিরে পুলিশ মোতায়েনের ব্যবস্থা করে। শনিবার মন্দিরের ভক্তদের সঙ্গে হাইপ্রোফাইল নবদম্পতিকে চোখের দেখা দেখতে টিনএজারদের ভিড়ও জমতে থাকে মন্দির চত্বরে। পরে রাজ-শুভশ্রী আজ মন্দিরে আসছেন না এই খবর চাউর হতেই উপস্থিত সকলেই হতাশ হয়ে ফিরে যান।