দুর্গাপুর স্টিল টাউনশিপ রামানুজমের ১১/১২ নম্বর কোয়ার্টারে রবিবার বন্ধ ঘরে গ্যাস সিলিন্ডার ফেটে বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেল। প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে শুনে স্থানীয় অমর বিশ্বাস নামে এক ব্যক্তি আগুন নেভাতে গিয়ে আহত হন এবং একটি শিশুও গ্যাস সিলিন্ডার ব্লাস্টে আহত হয়।
জানা গেছে, গৃহকর্তার নাম জয়ন্ত বিশ্বাস। বাড়ীর সকলে মিলে স্থানীয় মন্দিরে পুজো দিতে গেলে কোয়ার্টার লাগোয়া একটি ঘরে রান্নার গ্যাসের তিনটি সিলিন্ডারের মধ্যে একটি ফেটে ঘরে আগুন ধরে যায়। পড়শীরা দমকল ও জয়ন্তবাবুকে খবর দিলে জয়ন্তবাবুর পরিবার ছুটে আসে। দমকলকর্মীরা একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিভিয়ে ফেলে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই ঘটনায় রবিবার সকালে স্টিল টাউনশিপ বি-জোন এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
Like Us On Facebook