কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের ১৬৯ নং ব্যাটালিয়নের রাইজিং-ডে উপলক্ষে দুর্গাপুরের অমরাবতী সিআরপিএফ ক্যাম্পে অনুষ্ঠিত মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে বড়সড় দুর্ঘটনা ঘটল বুধবার। দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন গুরুতর আহত হয় তার মধ্যে ১৪ জন শিশু রয়েছে বলে জানা গেছে। শিশুদের মধ্যে রেনু সিং, তমন্না মাইতি ও সুমন কুমারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তমন্না ও সুমন কুমারী সিআরপিএফ ক্যাম্পের কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী। আহতদের উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিআরপিএফ এর উচ্চপদস্থ কর্মকর্তারা এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অমরাবতী সিআরপিএফ ক্যাম্পের মেলা প্রাঙ্গণের গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পের ভিতর ও পার্শ্ববর্তী এলাকাও কেঁপে ওঠে। ফলে ক্যাম্পের ভিতরের বাসিন্দাদের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষও বিস্ফোরণের আওয়াজে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিআরপিএফ ক্যাম্পের আধিকারিক থেকে আবাসিকরা এই ঘটনার পর মুখে কুলুপ এঁটেছেন।
আইকিউ সিটি হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ মনীশ কুমার জানান, এদিন বিকেল ৪টে ১০মিনিট নাগাদ ১৪জন শিশু সহ ২৭জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। সকলেই ধাতব সিলিণ্ডার ফেটে আঘাত পেয়েছেন। আহতদের দু’জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। একটি শিশুর হাতের নীচের অংশ উড়ে গেছে। তবে ২৪ ঘন্টা না পার হলে বাকিদের আঘাত নিয়ে কিছু বলা যাচ্ছে না। সকলকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।