সহ শিক্ষকরা কথা শুনছেন না, উল্টে সময় মেনে স্কুলে থাকতে বললে গালিগালাজ করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও তেমন সুরাহা মেলেনি। তাই প্রতিকার চেয়ে স্কুলের সামনে রাস্তায় অনশনে বসলেন প্রধান শিক্ষক। পূর্ব বর্ধমানের গুসকরার ইঁটাচাদা প্রাথমিক স্কুলে মঙ্গলবার স্কুল ছুটির পর এই ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষককে রাস্তায় বসে থাকতে দেখে অবাক হন স্থানীয় বাসিন্দারাও। ঘটনার কথা প্রধান শিক্ষকের কাছে শোনার পর বুঝিয়ে সুঝিয়ে তাঁকে বাড়ি পাঠান তাঁরা।

স্কুলের ভিতর সহ শিক্ষকদের কটুক্তি আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে অনশন বসেন প্রধান শিক্ষক কার্তিকচন্দ্র ঘোষ। পূর্ব বর্ধমানের গুসকরার ইঁটাচাদা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক কার্তিকচন্দ্র ঘোষের অভিযোগ, তাঁর দুই সহশিক্ষক স্কুলে দেরি করে আসায় তাঁদের সতর্ক করেন তিনি। তাঁরা তাঁকে অশ্রাব্য গালিগালাজ করে। এর বিহিত চাইতে তিনি এসআই-এর কাছে গেলেও সুবিচার পান নি বলে অভিযোগ কার্তিকবাবুর। এরই প্রতিবাদে বুধবার স্কুল ছুটির পর অনশনে বসেন তিনি।

Like Us On Facebook