স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সগড়ভাঙা নবদিগন্তের শিশুদের নানান উপহার এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগীদের ফল, মিষ্টি বিতরণ করা হয়।
এদিন সকালে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য কর্মীদের নিয়ে সগড়ভাঙা নবদিগন্তের কচিকাঁচাদের পড়াশোনার সামগ্রী, মিষ্টি, নতুন বস্ত্র ইত্যাদি উপহার দেন এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীদের হাতে ফল, মিষ্টি, হরলিক্স তুলে দেন। সঙ্গে ছিলেন মেয়র পারিষদ ধর্মেন্দ্র যাদব, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি, হাসপাতালের সুপার দেবব্রত দাস, ২নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব বিশ্বাস সহ দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ও ১৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা।
এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্গাপুরের থানার সিআইডি ডিপার্টমেন্ট এবং দুর্গাপুর জিআরপি’র পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং কচিকাঁচাদের স্কুলের ব্যাগ সহ পড়াশোনার বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়।