সাইবার অপরাধ মোকাবিলায় দুর্গাপুর পুলিশের বড় সড় সাফল্য। কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের চার যুবক পুলিশের জালে ধরা পড়লো। দুর্গাপুর সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা তৎপরতার সঙ্গে সাইবার ক্রাইমের স্বর্গ রাজ্য জামতাড়ার চার সাইবার অপরাধীকে অভিযান চালিয়ে ধরলেন। ধৃতদের নাম রাজেশ মন্ডল, রোহিত মন্ডল, সঞ্জয় মন্ডল ও সীতারাম মন্ডল। ধৃতরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা।

গতকাল মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার একটি বাড়ি থেকে এই চার জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা ওই বাড়িটিতে ছাত্র পরিচয়ে বেশ কিছুদিন ধরে ভাড়া থেকে নানান সাইবার অপরাধ সংগঠিত করছিল। ধৃতদের কাছ থেকে ১৫ টি মোবাইল ও প্রায় ৬০ টির মতো সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের আজ দুর্গাপুর আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। সূত্র মারফত জানা গেছে ধৃতদের বিরুদ্ধে ঝাড়খণ্ডের একাধিক থানায় বিভিন্ন সাইবার অপরাধ মূলক অভিযোগ রয়েছে। ধৃতদের মঙ্গলবার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের পান্ডাদের ধরতে চায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Like Us On Facebook