দুর্গাপুর রেল স্টেশনে মা ও সন্তানকে ট্রেনে কাটা পড়ার হাত থেকে বাঁচালেন আরপিএফ জওয়ান জুলিয়াস। জানা গেছে, গতকাল রাতে দুর্গাপুর রেল স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গা থেকে মানুষ জড়ো হয়েছিলেন রাত্রে আপ কালকা মেল ধরে তাঁদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। দুর্গাপুর রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে অনেক রাত্রে আসে আপ কালকা মেল। দুর্গাপুর স্টেশন জুড়ে আরপিএফ জাওয়ানদের সতর্ক দৃষ্টি ছিল যাত্রীদের এবং তাঁদের ট্রেনে ওঠানামা করা সকল যাত্রীদের দিকে।

আপ কালকা মেল যখন দুর্গাপুর স্টেশন থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করে তখনই একটি পরিবার এসে হুড়োহুড়ি করে চলন্ত ট্রেনে চাপার চেষ্টা করেন। পরিবারের পুরুষ সদস্যের মাথায় ছিল একটি বড় ব্যাগ ও মহিলা সদস্য কোলে একটি বাচ্চা নিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হঠাৎই মহিলা পা ফসকে ট্রেন এবং প্ল্যাটফর্মের মধ্যে থাকা ফাঁকা জায়গায় পড়ে যান বাচ্চা সমেত। সেই সময় দুর্গাপুর রেলস্টেশনে কর্মরত জুলিয়াস গোস্বামী নামের এক আরপিএফ জওয়ানের নজর পড়ে সেই দিকে। মুহুর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে মহিলা ও তাঁর বাচ্চাকে উদ্ধার করে প্লাটফর্মে তোলেন তিনি অক্ষত অবস্থায়।

Like Us On Facebook