.
দুর্গাপুরে দামোদর ব্যারেজে মাছ ধরার সময় স্থানীয় বীরভানপুরের মৎস্যজীবীদের মাছ ধরার জালে ধরা পড়ল এক বিশালাকার পাইথন। শনিবার দুপুরে এই পাইথনটি দুর্গাপুরে দামোদর ব্যারেজে ধরা পড়ে বলে জানা গেছে। মৎস্যজীবীরা জানান, প্রথমে তাঁরা ভাবেন দামোদরের জলে কোন বিশালাকার মাছ ধরা পড়েছে। কিন্তু জাল কাছে টানতেই দেখেন মাছ নয় সাপ। বিশালাকার পাইথনটিকে বন দফতরের হাতে তুলে দেন মৎস্যজীবীরা বলে জানা গেছে। বন দফতরের সূত্রে জানা গেছে, পাইথন টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Like Us On Facebook