সময়ের ফেরে ভোপালের মহিলা আইনজীবী যোগিতা রঘুবংশী আজ একজন সফল ট্রাক চালক। ১৫ বছর ধরে দেশের বিভিন্ন হাইওয়েতে খালাসি ছাড়াই পণ্য পরিবহণ করে যোগিতা আজ দেশের প্রথম মহিলা ট্রাক চালক। একদিকে হাইওয়েতে ট্রাক চালিয়ে রুজি রোজগার, অন্যদিকে ছেলে-মেয়েদের সামাজিক প্রতিষ্ঠা দেওয়ার সফল চেষ্টা করা যোগিতা রঘুবংশীকে দুর্গাপুরের ড্রাই পোর্ট সংস্থা অ্যালায়েড আইসিডি সার্ভিস লিমিটেড ১ মে আমন্ত্রণ জানিয়ে সম্বর্ধনা দিলেন ওই সংস্থার কর্মকর্তারা।

যোগিতা রঘুবংশীর জন্ম মহারাষ্ট্রে। বিবাহ সূত্রে ভোপালের বাসিন্দা। আইনকেই পেশা় করার লক্ষ্য ছিল। মারাঠি, ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় অনর্গল কথা বলতে পারেন যোগিতা। স্বামীর ছিল পণ্য পরিবহণের ব্যবসা। ছিল কয়েকটি ট্রাক। কিন্তু স্বামী রাজবাহাদুর ২০০৩ সালে পথ দুর্ঘটনায় মারা যান। যোগিতাদেবীর আইন ব্যবসা তখনও সেভাবে জমে ওঠেনি। দুই ছেলে-মেয়েকে মানুষ করতে বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা কাটিয়ে সংসারের হাল ধরতে স্বামীর ট্রাক ব্যবসার স্টিয়ারিং ধরেন যোগিতাদেবী। অনেক বাধাবিঘ্ন কাটিয়ে প্রথম মহিলা হিসাবে ট্রাক চালানোর লাইসেন্স পান। বর্তমানে যোগিতা রঘুবংশী দেশের বিভিন্ন হাইওয়েতে ট্রাক চালানো এক সফল মহিলা। একজন সেলেব্রিটি ট্রাক চালক।

দুর্গাপুরে এসে যোগিতা রঘুবংশী বলেন, ‘কোন পেশাই ছোট নয়। নিজের পেশাকে মর্যাদা দিলে একদিন সফলতা আসবেই। কোন মহিলা যদি পরিস্থিতির শিকার হয়ে এই পেশায় আসতে চান, আমি তাঁকে সব রকম সাহায্য করব। আমি ট্রাক চালিয়ে আমার ছেলে-মেয়েকে মানুষ করে তুলেছি। আমার মেয়ে ইঞ্জিনিয়ার। গুজরাটে চাকরি করছে। ছেলে বিবিএ ফাইনাল ইয়ারের ছাত্র। আমি আজ দুটো দশ চাকার ট্রাক কিনতে পেরেছি।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook