এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ফণীর মোকাবিলায় রাজ্য জুড়ে প্রশাসনিক সতর্কতা জারি হয়েছে। ফণীর তান্ডব মোকাবিলায় ওড়িশার মতো এরাজ্যের সর্বত্র প্রশাসন দুর্গতদের সাহায্য করতে কন্ট্রোল রুম খুলেছে। শুক্রবার সকাল থেকে কালো মেঘ সঙ্গে দফায় দফায় ভারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে রাজ্য। রাজ্যের অন্যান্য জায়গায় মতো ফণীর মোকাবিলায় বিভিন্ন সতর্কতা মূলক ব্যবস্থা সহ কন্ট্রোল রুম খোলা হয়েছে দুই বর্ধমানে।

ফণীর প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টির কারণে রাজ্যের অন্যান্য জায়গায় মতো দুর্গাপুরে ক্ষয়ক্ষতির মোকাবিলায় দুর্গাপুর মহকুমা প্রশাসন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে শুক্রবার জরুরি বৈঠক করে দুর্গাপুর মহকুমার জন্য বিশেষ কন্ট্রোল রুম চালু করল। দুর্গাপুরে মহকুমার কন্ট্রোল রুমের নম্বর ০৩৪৩-২৫৪৫১৪১ ও ০৩৪৩-২৫৪৫৪৮৮। জানা গেছে ২৪ ঘন্টাই চালু থাকবে এই জরুরি ফোন দুটি। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘অন্যান্য জায়গার মতো দুর্গাপুরেও ফণীর প্রভাবে দুর্যোগের কথা মাথায় রেখে দুর্গাপুরে দুটি ফোন নম্বর দিয়ে বিশেষ কন্ট্রোল রুম খোলা হল। সমস্যায় পড়লে দুর্গাপুরের মানুষ এই কন্ট্রোল রুমের ফোন নম্বর দুটিতে যোগাযোগ করলে দুর্গাপুর মহকুমা প্রশাসন দুর্গতদের পাশে দাঁড়াতে সব রকম প্রশাসনিক সাহায্য করবে।’

দুর্গাপুরের মতো ফণীর মোকাবিলায় আসানসোল পুরসভা, মহকুমা ও জেলা প্রশাসন কন্ট্রোল রুম খুলেছে। কন্ট্রোল রুমের নম্বর ০৩৪১-২৩০২২১৯ ও ০৩৪১-২৩০২৩৭০। প্রয়োজনীয় সাহায্য চাইলে এই কন্ট্রোল রুম থেকে সাহায্য পাওয়া যাবে বলে জানা গেছে। তাছাড়া আসানসোল বিদ্যুৎ দফতর সাব স্টেশনে কন্ট্রোল চালু করেছে। ৭৪৪৯৩০৩২৩০ নম্বরে প্রয়োজনীয় সাহায্য চাইলে বিদ্যুৎ দফতরের কর্মীরা প্রয়োজনীয় সাহায্য করবেন।

ফণীর মোকাবিলায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে খোলা হল কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের ফোন নম্বর ০৩৪২-২৬৬৫০৯২। ২৪ ঘন্টাই খোলা থাকবে কন্ট্রোল রুম। বর্ধমানের জেলাশাসক আনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় সব স্তরের কর্মীদের সতর্ক করা হয়েছে। জেলার কন্ট্রোল রুম ২৪ ঘন্টাই চালু আছে। জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম বিষয়টির দিকে কড়া নজর রাখছে। যে কোন ধরণের পরিস্থিতির জন্য আমরা তৈরি আছি। তবে পূর্ব বর্ধমান জেলায় ফণী নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।

ফণীর সতর্কতায় বর্ধমান পৌরসভার উদ্যোগে শহর জুড়ে চলছে মাইকে প্রচার। কাটোয়া পুরসভার পক্ষ থেকে বিকেল ৪টের পর ফেরি চলাচল বন্ধের কথা ঘোষণা করা হয়েছে। খোলা হয়েছে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম। সকলকে সতর্ক করা হয়েছে। কালনা পুরসভার পক্ষ থেকে সকলকে সতর্ক করা হয়েছে। ফেরি চলাচল করছে। ঝড়বৃষ্টি বেশী হলে কালনায় ফেরি চলাচল বন্ধ করা হবে বলে জানা গেছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?



Like Us On Facebook