.
আপদকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর মহড়া হল দুর্গাপুরের জাংশন মলে। বুধবার ফায়ার সার্ভিসের এই মহড়া দেখতে মলের সমনে প্রচুর মানুষ ভীড় জমান। দুর্গাপুরের জাংশন মলে এদিন দুর্গাপুর মহকুমা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই মক ড্রিলের আয়োজন করা হয়। রাজ্য ফায়ার সার্ভিসের কর্মীরা এদিন জাংশন মলের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে এই মহড়া করেন। মলে আগুন লাগলে কিভাবে নেভাতে হবে সেটা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হল মলের নিরাপত্তা রক্ষীদের। সাইরেনের শব্দ, সঙ্গে দমকলের হোস পাইপ দিয়ে তোড়ে জল ছিটানো, অ্যাম্বুলেন্স ও স্ট্রেচার নিয়ে কর্মীদের যাতায়াত দেখে অনেকেই ব্যস্ত এলাকা জাংশন মলের সামনে এসে প্রথমে হকচকিয়ে যান। পরে বিষয়টি জেনে কিছুটা ধাতস্থ হলে ফায়ার সার্ভিসের মহড়া উপভোগ করেন মানুষজন।
Like Us On Facebook