দুর্গাপুরে ভিড়িঙ্গীর ওল্ড কোর্টে জাতীয় সড়কের পাশে ব্যানার্জী বাজাজ শোরুমে মঙ্গলবার দুপুরে হঠাৎ করে আগুন লেগে গেলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে শোরুমের আগুন নেভানোর চেষ্টা করে। শোরুমের কর্মীরাও দমকল কর্মীদের সাথে আগুন নেভানোর কাজে হাত লাগান। এই সময় শোরুমে অনেক ক্রেতা থাকলেও আগুন লাগার সাথে সাথে ধোঁয়া দেখে শোরুম থেকে সকলে ছুটে বের হয়ে যান। প্রথমে কর্মীরা শোরুমের আগুন দেখে হকচকিয়ে গেলেও পরে দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে লেগে পড়েন। বেশ কিছুক্ষণের চেষ্টায় শোরুমের আগুন আয়ত্তে আসে এর কিছুক্ষণ পর শোরুম থেকে প্রচুর পরিমান ধোঁয়া বের হতে দেখে ফের দমকল কর্মীরা ইঞ্জিন চালু করে জল দিতে থাকেন শোরুমের ভিতরে। এখনও পর্যন্ত কোন প্রানহাণির খবর না পাওয়া গেলেও শোরুমের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে শোরুমে আগুন লাগতে পারে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
Like Us On Facebook