চলন্ত গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে মঙ্গলবার সন্ধ্যেয় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল বর্ধমানের ২নং জাতীয় সড়কে। এই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হল। পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের জামসেদপুর থেকে হুগলীর ডানকুনিতে যাওয়ার পথে বর্ধমানের ২নং জাতীয় সড়কে চাণ্ডুল মোড়ের কাছে আচমকাই একটি টাটা-৪০৭ গাড়িতে আগুন ধরে যাওয়ায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যে ৬ টা নাগাদ বর্ধমানের মেটাল ডিভিসির কাছে চাণ্ডুল মোড়ে এই মালবাহী গাড়িটির ইঞ্জিনে আগুন লাগে। সেই সময় গাড়িতে জলের প্ল্যাষ্টিক ট্যাংকার ভর্তি ছিল। আচমকাই ইঞ্জিন থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে গাড়ির চালক গাড়ি থেকে নেমে পড়েন। এরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা গাড়িটি। খবর পেয়ে বর্ধমান থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। এই ঘটনায় প্রায় ১ ঘন্টা ২নং জাতীয় সড়কের কলকাতা অভিমুখ লেনের সমস্ত গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। যদিও হতাহতের কোনো খবর নেই। বর্ধমান থানার পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি ঝাড়খণ্ডের জামসেদপুর থেকে জলের প্ল‌্যাষ্টিক ট্যাঙ্ক বোঝাই করে হুগলীর ডানকুনিতে যাচ্ছিল। সম্ভবত, একটানা গাড়ি চালানোর জন্যই ইঞ্জিন গরম হয়ে প্রথমে ইঞ্জিনে পরে গোটা গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৪০৭ গাড়িটি সহ বেশ কিছু জলের ট্যাঙ্ক পুড়ে ছাই হয়ে যায়।

Like Us On Facebook