দুর্গাপুর ইস্পাত কারখানার কোক-ওভেন প্ল‍্যান্টে মঙ্গলবার রাতে হঠাৎ করে আগুন ধরে গেলে দুর্গাপুরের শ্রমিক মহলে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, ন‍্যাপথা স্ক্রাবারে প্রথমে আগুন লাগে। তার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কোল কেমিক্যাল সহ বিভিন্ন এলাকায়। আগুনের ভয়াবহতার কথা আন্দাজ করে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ নিজেদের দমকল বাহিনী ছাড়াও দুর্গাপুর ফায়ার সার্ভিসের সাহায্য নেয়। দমকলের ৯টি ইঞ্জিন ও দমকল কর্মীরা একনাগাড়ে চেষ্টা করে অবশেষে আগুন আয়ত্তে আনতে সক্ষম হয় মধ‍্য রাতে।

দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কর্মীরা কোকওভেন প্ল্যান্টে গ্যাস লাইনে শাটডাউন নিয়ে কাজ করায় বড় রকম বিপর্যয় ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় দুর্গাপুর ইস্পাত কারখানা ও শ্রমিকরা। ওয়েল্ডিং করার সময় আগুনের স্ফুলিঙ্গ থেকে কোকওভেন প্ল‍্যান্টের ন‍্যাপথা স্ক্রাবারের বাই-প্রোডাক্টে প্রথমে আগুন ধরে যায়। কোন প্রাণহানি ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

Like Us On Facebook