দুর্গাপুরের বেনাচিতির একটি বিরিয়ানির দোকানের ভাড়া নেওয়া স্থানীয় নতুন পল্লীর রান্না ঘরে বৃহস্পতিবার সকালে রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। ওই রান্না ঘরে ২৩ টি গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিরিয়ানির দোকানের বিরিয়ানি স্থানীয় নতুন পল্লীর একটি ভাড়া বাড়িতে তৈরি করা হত। বৃহস্পতিবার সকালে রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে রান্না ঘরে ভয়াবহ আগুন ধরে যায়। ঘরের সমস্ত জিনিস পত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। স্থানীয় মানুষ পুলিশ ও দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। আতঙ্কিত স্থানীয় মানুষ ওই রান্না ঘর থেকে ২৩ টি রান্নার গ্যাস সিলিন্ডার আটক করেন। জনবসতিপূর্ণ এলাকায় এইভাবে বেআইনি ভাবে বাড়িতে এত গ্যাস সিলিন্ডার মজুত করার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে বিভোক্ষ দেখান স্থানীয় মানুষজন। বিরিয়ানি দোকানের মালিক এত ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার কিভাবে মজুত করল সেই বিষয়টি পুলিশকে তদন্ত করার দাবি জানান স্থানীয় মানুষজন।





Like Us On Facebook