কৌস্তভ সেন

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন বা জেইই মেন(এপ্রিল) পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছেন কৌস্তভ সেন। তিনি দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র। জানুয়ারি মাসে অনুষ্ঠিত জেইই মেন পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছিলেন হেমশীলা মডেল স্কুলের শাশ্বত দত্ত। হেমশীলা মডেল স্কুল থেকে একই বছরে (জানুয়ারি এবং এপ্রিল) জেইই মেন পরীক্ষায় দুজন স্টেট টপার হওয়ায় স্কুলের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত হল। হেমশীলা স্কুলে পড়াশোনা করার পাশাপাশি কৌস্তভ এবং শাশ্বত দুজনেই ফিটজী’র (FIIT JEE) দুর্গাপুর সেন্টার থেকে কোচিং নিয়েছেন। এর আগে আন্তজার্তিক ও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দু’জনেই ভালো ফল করেছেন।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি(এনটিএ) এপ্রিল মাসে আয়োজিত সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেন বা জেইই মেন পরীক্ষার ফলাফল সম্প্রতি ঘোষণা করেছে। সর্বভারতীয় স্তরে ২৯ র‌্যাঙ্ক করে দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের কৌস্তভ সেন রাজ্যে প্রথম হয়েছেন। এছাড়াও এবারের পরীক্ষায় দুর্গাপুরের সোহম মিস্ত্রী সর্বভারতীয় স্তরে ৪২ এবং শাশ্বত দত্ত সর্বভারতীয় স্তরে ৬৭ তম স্থান পেয়েছেন। যদিও শাশ্বত দত্ত জানুয়ারি মাসে আয়োজিত জেইই মেন পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছিলেন।

এই পরীক্ষায় সাফল্যের ভিত্তিতে দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি, কেন্দ্রীয় সরকারি অনুদানপ্রাপ্ত কারিগরি-প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়াও অন্যান্য একাধিক ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। এবার থেকে এক বছরেই দু’বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন পড়ুয়ারা। দু’বারই পরীক্ষায় বসতে পারবেন সব ছাত্রছাত্রীরা। যে বারে বেশি নম্বর উঠবে, সেটাই ধরা হবে কাউন্সেলিং-এর সময়। এবছর দু’বারে প্রায় সাড়ে এগারো লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসেন। তাঁদের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রায় আড়াই লক্ষ পড়ুয়া আগামী ২৭ মে জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসার সুযোগ পাবেন। জেইই অ্যাডভান্সড পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেশের আইআইটি গুলিতে ভর্তির সুযোগ পান পড়ুয়ারা।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

ছবি: সংগৃহীত
Like Us On Facebook