কাঁকসার এইচএফসিআই-এর পরিত্যক্ত আবাসন চত্বরে চলছে হিন্দি সিনেমা ‘পিপ্পা’ র শুটিং। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে এই সিনেমা। চলছে তারই শুটিং। বাস্তবের যুদ্ধ না হলেও চলছে বোমা-গুলি, চারিদিকে যুদ্ধের পরিবেশ। শনিবার সকালে সেনার পোশাকে ট্যাঙ্কের উপর দেখা যায় নায়ক ইসান খট্টরকে। শুটিং এলাকায় সাধারণের প্রবেশ নিষেধ। চতুর্দিকে কড়া নজরদারি কাঁকসা থানার পুলিশের। ভিতরে যুদ্ধক্ষেত্রের ট্যাঙ্কের আওয়াজ। পোস্টারে ট্যাঙ্কের উপর দেখা গিয়েছিল নায়ক ঈশান খট্টরকে। নায়ক এবং তাঁর ট্যাঙ্ক – নিয়েই ছবি। আর ছবির নাম পিপ্পা। ছবির পরিচালক রাজা মেনন। ঈশানের সঙ্গে রয়েছেন ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পেইনিউলি এবং সোনি রাজদান।
Like Us On Facebook