বর্ধমান শহরের তিনকোনিয়া এলাকা থেকে এক ব্যবসায়ীর বাইক নিয়ে চম্পট দেয় বাইক চোর। দোকানের সামনে বসানো সিসি ক্যামেরায় সেই চুরির দৃশ্য ধরা পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, আউসগ্রামের বাসিন্দা সাহানওয়াজ সেখ তাঁর দোকানে বিক্রির জন্য যন্ত্রাংশ কিনতে বর্ধমানে আসেন। তিনকোনিয়া এলাকায় একটি দোকানের সামনে বাইক রেখে যন্ত্রাংশ কেনার জন্য দোকানে যান। তিনি ফিরে এসে দেখেন বাইকটি নেই। এরপর ওই দোকানের সামনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক যুবককে ফোন করতে করতে সাহানওয়াজ সেখের বাইকটির চারপাশে ঘোরাঘুরি করতে। তারপরই সুযোগ বুঝে ‘মাস্টার কি’ দিয়ে বাইকের চাবি খুলে বাইকেই রাখা হেলমেট পরে চম্পট দেয় চোর।
Like Us On Facebook