দুর্গাপুর ব্যারেজে সিভিক পুলিশের সঙ্গে একটি বাসের ড্রাইভারের বচসা ও মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় রবিবার রাতে। এই ঘটনার পর বাস চালকরা একজোট হয়ে দুর্গাপুর ব্যারেজের রাস্তায় আড়াআড়ি ভাবে বাঁকুড়া রুটের বাস দাঁড় করিয়ে বিক্ষোভ দেখায়। স্থানীয় মানুষও পুলিশের জুলুম বাজির প্রতিবাদে বাস চালকদের বিক্ষোভে সামিল হয়।

স্থানীয় মানুষ ও বাস চালকদের অভিযোগ, দুর্গাপুর ব্যারেজে সিভিক ভলান্টিয়াররা ট্রাক থামিয়ে টাকা আদায় করায় দুর্গাপুর ব্যারেজে প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। রবিবারও একই ভাবে সিভিক ভলান্টিয়াররা ট্রাক থামিয়ে টাকা আদায় করছিল এবং ব্যপক যানজটের সৃষ্টি হয়। বাসচালকরা প্রতিবাদ জানালে তাঁদের গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই বাস চলাকরা এবং স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে দুর্গাপুর-বাঁকুড়া রাস্তা অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ওই রাস্তা। দুর্গাপুর ব্যারেজের উপর সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে যায়। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ উঠে যায়।


Like Us On Facebook