দুর্গাপুরের নামি অর্থোপেডিক সার্জেনের কাঁকসার দেউল সংলগ্ন রিসর্ট লিজে নিয়েছিলেন উত্তর ২৪ পরগনার দুই যুবক শুধাঙ্কুর ঘোষ এবং অতনু পাত্র। ইঞ্জিনিয়ারিং পাশ করা ওই দুই যুবক সেখানে বসে আমেদাবাদের ফার্মেসি কাউন্সিলের এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে জাল মার্কশিট তৈরি করে বিভিন্ন কোচিং সেন্টারে বিক্রি করত এমনই অভিযোগে আমেদাবাদ সাইবার ক্রাইম পুলিশের হাতে রবিবার গ্রেফতার হয় ওই দুই যুবক। ট্রানজিট রিমান্ড চেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করা ওই দুই যুবককে নিয়ে যায় আমেদাবাদে।
চিকিৎসকের রিসর্ট লিজে নেওয়ার পর ওই দুই যুবক কাঁকসার বিষ্ণুপুরের জঙ্গলে কয়েক বিঘা জমি লিজে নিয়ে নতুন রিসোর্ট তৈরির কাজ শুরু করে বছর খানেক আগে। পঞ্চায়েতের অনুমতি ছাড়াই কি করে তৈরি করেছিল এত বড় নির্মাণ তা নিয়েও উঠছে প্রশ্ন। বনদফতরের প্রাথমিক অনুমান, বনদফতরের কিছুটা জমি দখল করে নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বনদফতর এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে ওই নির্মাণ বন্ধ করে দেয়। মলানদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযুষ মুখার্জী জানান, অবৈধভাবে হচ্ছিল নির্মাণ। তাঁরা খবর পাওয়া মাত্রই তা বন্ধ করে দেন। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।