ভোট পরবর্তী হিংসার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবার আউশগ্রামের এক ডাকসাইটে তৃণমূল নেতাকে ডেকে পাঠাল সিবিআই। রবিবার আউশগ্রাম ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা ভাল্কি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আহমদ শামস তাবরিজ ওরফে অরুপ মিদ্যাকে মেল ও হোয়াটস্ অ্যাপে নোটিশ পাঠান সিবিআইয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কেপি শর্মা। সোমাবার বেলা ১০ টার মধ্যে দুর্গাপুর এনআইটি গেস্ট হাউসে তাঁকে হাজিরার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিধানসভা ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মোতাবেক তদন্তের স্বার্থে অরুপ মিদ্যাকে ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন অরুপ মিদ্যা। তিনি বলেন, ‘নোটিশ পেয়েছি। দলের ঊর্ধ্বতন নেতৃত্ব ও উকিলের সাথে কথা বলে হাজিরা দেবেন কিনা সেটা ভাববেন।’ অরুপ মিদ্যা অনুব্রত মন্ডলের অনুগামী হিসাবে পরিচিত।

Like Us On Facebook