‘ভুয়ো’ পরীক্ষার্থীকে গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। রবিবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল নিয়োগের পরীক্ষা ছিল। দুর্গাপুরের কোক ওভেন থানা অন্তর্গত নেপালি পাড়া হিন্দি হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর স্থানীয় কোক ওভেন থানার আধিকারিক নথিপত্র যাচাই করে দেখেন। নথির ছবির সঙ্গে পরীক্ষার্থীর মিল না থাকায় ওই পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করে কোক ওভেন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভুয়ো পরীক্ষার্থীর নাম চৌমন কুমার। বিহারের পটনার বাসিন্দা। পাটনায় একটি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত অভিযুক্ত চৌমন কুমার।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে এসে প্রথমে ওঠে চৌমন কুমার। তাঁর সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন বলেও জানা গেছে ,তাঁর খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ ছাড়া এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়েও খোঁজ চালাচ্ছে কোক ওভেন থানার পুলিশ। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা অভিযুক্তকে।