যথাযথ মর্যাদায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিন পালন করা হল দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। রবিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয় দুর্গাপুর পুরসভায়। দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের উদ্যোগে বিদ্যাসাগরের জন্মদিন যথামথ মর্যাদায় পালন করা হয়। দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী, দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী সহ পুরসভার কর্তব্যরত আধিকারিকরা এদিন বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এবং দুর্গাপুর পুরসভার ২৮ নং ওয়ার্ডেও এদিন বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন স্থানীয় কাউন্সিলর তথা দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী সহ স্থানীয় মানুষ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে দুর্গাপুর মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সিটি সেন্টার এমপাওয়ারমেন্ট হাউসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ৩ জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেছেন। ছাতিমতলা বাংলাভাষা সাহিত্য সংঘের উদ্যোগে ইস্পাত নগরী শিবাজি রোড এলাকায় আয়োজিত শিবিরে ৩জন মহিলা সহ মোট ১৫ জন রক্তদান করেছেন। দুর্গাপুর হাসপাতাল রক্ত সংগ্রহ করেছে। দেবশালা আপনজন ক্লাবে আয়োজিত শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৩৪ জন রক্তদান করেছেন। আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক সেই রক্ত সংগ্রহ করেছে। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ সকল রক্তদাতা বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দুর্গাপুর রেল স্টেশন আরপিএফ অফিসে রাইজিং-ডে উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে ২জন মহিলা সহ মোট ১৮ জন রক্তদান করেছেন। বিবেকানন্দ হাসপাতাল সেই রক্ত সংগ্রহ করেছে।

Like Us On Facebook