দুর্গাপুরের রঘুনাথপুরে একটি বেসরকারি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের৷ ঝান্ডাবাগের বাগান পাড়ার বাসিন্দা মুকুল কুমার পন্ডিত (২৪) কমলপুরের একটি বেসরকারি কারখানায় শনিবার সকালে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন৷ তড়িঘড়ি কারখানা কর্তৃপক্ষ তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে৷ মুকুল কুমারকে সেখানে নিয়ে আসা হলে মৃত হলে ঘোষণা করে হাসপাতালের চিকিৎসকরা৷ অন্যদিকে, মৃতের পরিবারের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ মুকুলকে হাসপাতালে ফেলে দিয়ে চলে যায়৷ তাঁরা হাসপাতালের মধ্যেই কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে ক্ষতিপূরণের দাবিতে৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷
Like Us On Facebook