কাঁকসার শিবপুরের টুমনি নদীর উপরের ভাসাপুলের উপর দিয়ে বইছে জল। প্রত্যেক বছর এই ভাসাপুলটি জলে ডুবে যায়। প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। প্রায় এক হাঁটু জলের মধ্যে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয়দের থেকে ব্যবসায়ীদের এবং গাড়ি চালকদের। বহু মানুষ ঝুঁকি নিয়ে পারাপার করতে ভয় পাচ্ছেন। শনিবার সকাল থেকেই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন সহ মানুষজন। বেলা যত বেড়েছে টুমনী নদীর জলের স্রোত ও ততটাই বেড়েছে। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর জানিয়েছেন, স্থায়ী ব্রিজের কাজ শেষ হলে এই ভাসাপুলটির সমস্যা সমাধান হয়ে যাবে। তবে কবে শেষ হবে অজয়ের স্থায়ী ব্রিজ কবেই বা এই ভাসাপুলটি ব্রিজে পরিণত হবে সেদিকেই তাকিয়ে পশ্চিম বর্ধমান এবং বীরভূমবাসী।

Like Us On Facebook