দুর্গাপুরের সিটি সেন্টারে সিটি নার্সিং হোমের পিছনে মেন রাস্তার ধারে ডক্টরস কলোনিতে একটি ইলেকট্রিক ট্রান্সফর্মারের উপর দিয়ে একদল হনুমান লাফিয়ে যেতে গিয়ে শর্টসার্কিটের ফলে ট্রান্সফর্মার থেকে বের হওয়া আগুনে মুখটি ঝলসে গিয়ে একটি হনুমান গুরুতর আহত হয়। ট্রান্সফর্মারের নীচে বেশ কিছুক্ষণ হনুমানটি অগ্নিদগ্ধ অবস্থায় বসে থাকে।

পথ চলতি মানুষ সিটি সেন্টার ফাঁড়িতে খবর দেন। স্থানীয় মানুষ চোখের সামনে হনুমানটি অগ্নিদগ্ধ হয়ে যাওয়া দেখে হতভম্ব হয়ে পড়েন। কেউ জল, কেউ কলা খাওয়ানোর চেষ্টা করেন। এরমধ্যেই পুলিশ বন দফতরের সঙ্গে যোগাযোগ করে। ইতিমধ্যে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এসে হনুমানটিকে পশু হাসপাতালে ভর্তির উদ‍্যোগ নেন। স্থানীয় যুবক মানস ঘোষ ট্রান্সফর্মারের তারের বেড়ার ভিতর ঢুকে হনুমানটিকে কোলে করে তুলে পুলিশের গাড়িতে করে পশু হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন।



Like Us On Facebook