২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। দুর্গাপুর মহকুমা প্রশাসন পরীক্ষার্থীদের কথা চিন্তা করে সাউন্ড সিস্টেম বাজানোর উপর বিধি নিষেধ জারি করল। সমস্ত রাজনৈতিক দলকে তাদের কর্মসূচিতে শব্দ দূষণ বিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে। নিয়ম ভাঙলে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। মহকুমাশাসক জানান, উচ্চস্বরে মাইক বাজানোর জন্য দুর্গাপুর ইস্পাত নগরীর এক বিয়ে বাড়ির বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।