দুর্গাপুরের ভিড়িঙ্গী টিএন ইনস্টিটিউশনের প্রাক্তন এক শিক্ষক রহস্যজনক ভাবে নিজের বাড়িতে দুষ্কৃতীদের হাতে খুন হলেন। খুন করে পালাতে গিয়ে এক দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও এক দুষ্কৃতী বাড়ির ছাদে আটকে পড়ায় পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় রবিবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া ফরিদপুর গ্রামে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত প্রাক্তন শিক্ষকের নাম তপন কুমার মুখার্জি (৬৫)। দুর্গাপুরের ভিড়িঙ্গী টিএন ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক। আসল বাড়ি ভিড়িঙ্গী গ্রামের ষষ্ঠীতলা এলাকায়। তপনবাবু বিবাহের পর ফরিদপুর গ্রামের রায় পাড়ায় বসবাস করতে থাকেন। স্ত্রীর নাম সুনন্দা মুখার্জি। ইসিএলের কাজোড়া হাসপাতালে নার্স। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। ঘটনার সময় বাড়িতে তপনবাবুর মেয়ে ও শ্বাশুড়ি ছিলেন।
জানা গেছে, রবিবার রাতে দুই দুষ্কৃতী হঠাৎ করে তপনবাবুর বাড়িতে ঢুকে পড়ে তপনবাবুকে এলোপাতাড়ি ছুরি চালায়। ঘটনাস্থলেই তপনবাবু মারা যান। বাবাকে দুই দুষ্কৃতী এলোপাতাড়ি ছুরি মারছে দেখে তপনবাবুর মেয়ে ও শ্বাশুড়ি চিৎকার করলে এক দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও এক দুষ্কৃতী পাশের বাড়ির ছাদে আটকে পড়ে। এদিকে তপন বাবুর মেয়ে ও মায়ের চিৎকারে পড়শীরা ছুটে এসে দেখেন একদিকে রক্তাক্ত তপনবাবুর নিথর দেহ পড়ে আছে এবং পাশের বাড়ির ছাদে এক দুষ্কৃতী আটকে পড়েছে। পড়শীরা ওই দুষ্কৃতীকে নামাতে তৎপরতা শুরু করলে খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী কমব্যাট ফোর্স সহ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে দুষ্কৃতীকে বাড়ির ছাদ থেকে নামিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ধৃতের কাছ থেকে খুনের আসল রহস্য জানার চেষ্টা করছে বলে খবর। সোমবার ধৃতকে নিজেদের হেফাজতে নিতে পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করবে। এদিকে স্বামীর খুন হয়ে যাওয়ার খবর পেয়ে কর্মস্থল থেকে ছুটে আসেন তপনবাবুর স্ত্রী সুনন্দা মুখার্জি। সুনন্দা মুখার্জি বলেন, কখনও মেয়েটাকে অপহরণের হুমকি তো কখনো স্বামীকে খুনের হুমকি দিচ্ছিল কেউ বা কারা। ফরিদপুর থানায় বার বার অভিযোগ দায়ের করা হয়েছে তা সত্বেও শেষ রক্ষা হল না। আমার স্বামী খুন হয়ে গেল। সুনন্দাদেবীর দাবি, তপনবাবুর খুনের পিছনে সম্পত্তি সংক্রান্ত বিষয় জড়িয়ে রয়েছে। সুনন্দাদেবী খোলসা করে কিছু বলতে না চাইলেও কেবল বলেন এই খুনের পিছনে উত্তর প্রদেশের ও স্থানীয় কিছু ব্যাক্তি জড়িত রয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখে খুনের কিনারা করতে সরজমিনে তদন্ত শুরু করেছে। পলাতক অপর দুষ্কৃতীকে ধরতে পুলিশ জোর তল্লাশি শুরু করেছে বলে। জানা গেছে, ধৃতের নাম রবি চৌহান, উত্তরপ্রদেশের বাসিন্দা।