দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী মথুরানাথ ভটাচার্য্য করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা দান করলেন। নিজের চাকরি জীবনে জমানো ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙে ২০ লক্ষ টাকার একটি চেক শনিবার তুলে দেন দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জীর হাতে। করোনা মোকাবিলায় এতদিন বিভিন্ন সংস্থা বড় অঙ্কের টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে কিন্তু ব্যক্তিগত উদ্যোগে চাকরি জীবন থেকে অবসর নিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চিত টাকা ভেঙে ২০ লক্ষ টাকা দান শহরে প্রথম বলে দাবি করেন দুর্গাপুর পৌরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী।

অনিন্দিতা মুখার্জী মথুরাবাবুকে এই দুঃসময়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। মথুরানাথ ভট্টাচার্য দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোনের বিদ্যাপতির বাসিন্দা। তিনি দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরির সঙ্গে সঙ্গে গানের শিক্ষকতাও করেন। ৪৩ বছর ধরে একটি গানের স্কুল চালাচ্ছেন মথুরাবাবু। জানা গেছে, দুর্গাপুরের বহু কৃতী সঙ্গীত শিল্পীই তাঁর ছাত্র। ১২ বছর আগে মথুরাবাবুর একমাত্র সন্তান মারা যায়। জানা গেছে, দুর্গাপুরের একজন খ্যাতনামা রাগপ্রধান গানের শিল্পী ছিলেন তাঁর ছেলে। শনিবার দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জীর হাতে ২০ লক্ষ টাকার চেক তুলে দিয়ে মথুরাবাবু বলেন, ‘আমি চাই মানুষের কল্যাণে এই টাকা ব্যয় করা হোক। আমি আমার ছেলে রুদ্রজিতের স্মৃতির উদ্দেশ্যে এই টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলাম।’

Like Us On Facebook