ইঞ্জিনিয়ারিং কলেজের এক পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। প্রেমে টানাপোড়েনে মৃত্যু বলে অনুমান পরিবারের লোকজনদের। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পরাণগঞ্জ এলাকার ১৯ বছরের সাগর গড়াই মলানদিঘির একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল। টিউশনের জন্য কলকাতায় থাকতেন বেশ কয়েক মাস ধরে। বুধবার পরাণগঞ্জের বাড়িতে একাই ছিল সাগর, বিকেলে সাগরের ঠাকুরমা যখন তাকে বিকেলের চা খাওয়ার জন্য তার ঘরের দরজার সামনে গিয়ে ডাকাডাকি করে তখন ভিতর থেকে কোনও আওয়াজ না পেয়ে তিনি দরজা খুলে দেখেন সাগরের ঝুলন্ত দেহ। সাগরের মা ও বাবা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলেন, খবর পেয়ে সেখান থেকে তাঁরা ছুটে আসেন। স্থানীয়রা ততক্ষণে সাগরকে উদ্ধার করে নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে যাওয়া হয় সাগরের দেহ। গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সাগরের পরিবারের অভিযোগ, কলকাতায় সমবয়সী এক যুবতীর সাথে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়েছিল সাগরের। প্রেমিকা ছেড়ে চলে যাওয়ায় সাগরের এই পরিণতি।