এবার সরকারিভাবে ১ টাকায় ১ লিটার বিশুদ্ধ পানীয় জল, ২ টাকায় ২ লিটার বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার উদ্যোগ নিতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য দফতর। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানিয়েছেন, সাধারণ মানুষ বাইরে বের হলে জলের বোতল কিনে জল খাচ্ছেন। সাধারণ মানুষ কমবেশী ১৫ থেকে ২০টাকা প্রতি লিটার বোতলের জল কিনে খাচ্ছেন। কিন্তু তা আদপে কতটা বিশুদ্ধ তা নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তাও কম নেই। গোটা বিষয়টি লক্ষ্য করেই এবার তাঁরা একেবার ন্যূনতম দামে সাধারণ মানুষকে বিশুদ্ধ পানীয় জল দেবার চিন্তাভাবনা করছেন।
জানা গেছে, প্রাথমিকভাবে জেলা পরিষদের পক্ষ থেকে কি ধরণের মেশিন বসানো যায়, কোথায় কোথায় বসানো যায়, এই প্রকল্প বাস্তবায়িত করা হলে আদপে সাধারণ মানুষের উপকার বা সুবিধা কতটা হবে – প্রভৃতি বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সোলার প্যানেল ব্যবহার করে এই মেশিন বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে মাসিক খরচ কম হবে। মেশিন বসানো হলে সংশ্লিষ্ট মেশিন স্থানীয় স্বনির্ভির গোষ্ঠী কিংবা কোন প্রতিষ্ঠানকে দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে। জেলা পরিষদের কর্তারা মনে করছেন, যেহেতু বাজার থেকে বর্তমানে অনেকটাই চড়া দামে এই বোতলবন্দী জল কিনে খেতে হচ্ছে, সেক্ষেত্রে সরকারিভাবে পরিশুদ্ধ এই জল ১ টাকা লিটার পিছু দিলে তা সাধারণ মানুষের কাছে যথেষ্টই গ্রহণযোগ্য হবে। জানা গেছে, ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু হতে পারে। সেক্ষেত্রে এই মেশিন বসানোর ক্ষেত্রে বাজার বা বাসস্ট্যাণ্ড এলাকাকে বেশি গুরুত্ব দেওয়া হবে।