গোপন সূত্রে খবর পেয়ে এক ইঞ্জিনিয়ারিং ছাত্র ও তাঁর সাকরেদকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত তদন্তের জন্য বুধবার পুলিশ ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। জানা গেছে, ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত সোহম চট্টোপাধ্যয় দুর্গাপুরের ফুলঝোড়ের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বাড়ি এমএএমসির বি-১ এলাকায়। সোহমের সহযোগী নয়ন দে স্থানীয় অমরাবতী কলোনির বাসিন্দা।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সোহম চট্টোপাধ্যয় ও তাঁর সহযোগী নয়ন দের কাছ থেকে একটি সিক্স শটার গান ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল যে সোহম চট্টোপাধ্যয় ও তাঁর সহযোগী নয়ন দের কাছে রাতের অন্ধকারে বিভিন্ন বহিরাগত সন্দেহভাজন ব্যক্তি যাওয়া-আসা করছে এবং সোহম ও নয়ন দে স্থানীয় বিভিন্ন মানুষকে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দিয়ে টাকা তুলছে। পুলিশ তাঁদের উপর কড়া নজরদারি চালাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। জানা গেছে, ধৃতদের মধ্যে সোহম চট্টোপাধ্যয় অত্যন্ত মেধাবী ছাত্র। মাধ্যমিক পরীক্ষায় সে ৯২% এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮৯% নম্বর পায়। একজন মেধাবী ছাত্র কেন হঠাৎ করে অপরাধ জগতে ঢুকে পড়ল সেই প্রশ্নের উত্তর খুঁজতে এখন পুলিশ জোর তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে। ধৃতদের মোবাইল সিজ করে পুলিশ বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ছবি দেখতে পায় বলে জানা গেছে। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান।